Header Ads

Header ADS

ভালোবাসায়_বেধে_রেখো💞 পর্বঃ০৮

 সকালে.....

"এই তাহু উঠ।"
"ধূর আপু ভাল্লাগে না আরেকটু ঘুমাতে দাও।"
"আরে উঠ না পার্লারে যেতে হবে তো।"
তাহমিরা হাই তুলতে তুলতে বলল
"আচ্ছা উঠছি।তো কোন পর্লারে যাবে?"
"কাছাকাছিতো পার্লার নেই তাই একটু শহরের দিকে যেতে হবে।"
"ও আচ্ছা তুমি গিয়ে রেডি হও আমি আসছি।"
"হ্যাঁ আয়।"
তাহমিরা,রিফা আর আরো কাজিনরা মিলে পার্লারে চলে গেলো।রিফাকে খুব সুন্দর করে সাজানো হলো একে একে সবার সাজানো শেষ এখন তাহমিরার পালা।কিন্তু ও কিছুতেই সাজবে না।যেনো সাজুগুজুতে ওর এলার্জি আছে।তারপরও সবার জোরাজুরিতে বাধ্য হয়ে হালকা মেক আপ করেছে।আর গাড় নীল কালারের একটা শাড়ী পড়েছে। তারপর সবাই বাসায় চলে গেছে।কিছুক্ষণের মধ্যেই বর আসবে। তাই তাহমিরাসহ আরো ভাই বোনেরা গেটের সামনে দাড়িয়ে আছে।
জামাই আসার পর জামাইকে জব্দ করে পঞ্চাশ হাজার টাকা হাতিয়েছে ওরা।তারপর বিয়ে পড়ানো হলো।খাওয়া দাওয়ার পর্ব শেষে রিফাকে বিদায় দেওয়া হলো।রিফার সে কি কান্না!! রিফার কান্নার জ্বালায় তাহমিরার কানে তালা লেগে যাচ্ছে। এমন ভাবে কাদছে মনে হচ্ছে ওকে বনবাস দিচ্ছে।
রাতে শুয়ে শুয়ে তাহমিরা ভাবছে আরতো মাত্র একদিন তারপরেই ত্রিশাদকে দেখতে পাবে।আচ্ছা ত্রিশাদকে কি ওর ভালোবাসার কথা বলে দিবে?না না বললে যদি আর কথা না বলে?আর না বললেও তো ওর পেটের ভাত হজম হবে না।ধূর কিছুই মাথায় আসছে না।এই সব ভাবতে ভাবতে তাহমিরা ঘুমিয়ে পড়লো।
আজকে রিফার বৌভাত। রিফাকে আর দুলাভাইকে নিয়ে আসা হলো।এ বাড়িতে।রিফা দুলাভাইসহ সবাই মজা করছে কিন্তু তাহমিরার মন এসব কিছুতে নেই একদমই মনটা বড়ই ব্যাকুল হয়ে আছে।ভালোবাসা বোধহয় এমনি।দূরে থাকলেও মনটা যেনো তার কাছেই পড়ে রয়।তাহমিরার ভাবনায় ছেদ ঘটিয়ে ওর দুলাভাই বলল
"তাহমিরা সবাই একটা করে গান গেয়েছে এবার তোমার পালা।"
এ্যা!! কি বলে ওরা আবার কখন গান গাইলো তাহমিরার কানেই পৌছালো না।তাহমিরা মনে মনে বলল
--'প্রেমে পড়লে বয়রা,বোবা আর মিথ্যুকও হতে হয়।'
তাহমিরা মিনতি সুরে বলল
"দুলাভাই আমি পারবো না।"
"এটা বললে চলবে না গাইতেই হবে।"
সবার জোরাজুরিতে তাহমিরা গান গাওয়া শুরু করলো
"Mohabbat barsa dena tu, sawan aaya hai
Tere aur mere milne ka, mausam aaya hai
Mohabbat barsa dena tu, saawan aaya hai
Tere aur mere milne ka, mausam aaya hai
Sabse chhupa ke tujhe seene se lagaana hai
Pyar mein tere hadd se guzar jaana hai
Itna pyar kisi pe, pehli baar aaya hai
Mohabbat barsa dena tu, sawan aaya hai
Tere aur mere milne ka, mausam aaya hai
Kyun ek pal ki bhi judaai sahi jaaye na
Kyun har subah tu meri sanson me samaye na
Aaja na tu mere paas, dunga itna pyar main
Kitni raat guzaari hai, tere intezar mein
Kaise bataaun jazbaat ye mere
Maine khud se bhi zyada tujhe chaaha hai
Sab kuch chhod ke aana tu, sawan aaya hai
Tere aur mere milne ka, mausam aaya hai
Sabse chhupa ke tujhe seene se lagaana hai
Pyar mein tere hadd se guzar jaana hai
Itna pyar kisi pe, pehli baar aaya hai
Bheege bheege tere lab,
mujhko kuch kehte hain
Dil hai khush mera ki khayal ek jaise hain 
Roko na ab khudko yun sun lo dil ki baat ko
Dhal jaane do shaam aur aa jaane do raat ko
Kitna haseen ye lamha hai
Kismat se maine churaaya hai
Aaj ki raat na jaana tu, sawan aaya hai
Tere aur mere milne ka, mausam aaya hai
Sabse chhupa ke tujhe seene se lagaana hai
Pyar main tere hadd se guzar jaana hai
Itna pyar kisi pe, pehli baar aaya hai.."
তাহমিরার গান শেষ করতেই সবাই জোরে হাত তালি দিলো।তারপর ওর দুলাভাই বলল
"শালিকা মনে হয় প্রেমে পড়েছে। "
তাহমিরা হেসে বলল
"কি যে বলেন দুলাভাই। তেমন কিছু না।"
ওদের কথা শুনে সবাই হাসছিলো।
তাহমিরা ভেবেছিলো কালকে সকালে বোধহয় ফিরতে পারবে কিন্তু সে আর হলো না। চাচা আসতে দিলো না বলল কয়েকদিন থেকে যেতে।কিন্তু তাহমিরা পরীক্ষার কথা বলায় সন্ধ্যার সময় যেতো দিলো।তা হিম হতাশ হয়ে পড়লো আরো একদিন পর দেখা হবে!!!
সন্ধ্যায় রওনা হলো ঢাকার উদ্দেশ্যে তাহমিরার মন চেয়েছিলো এখনি ফোন করে জানিয়ে দিতে ত্রিশাদকে তার আসার কথা।কিন্তু বাবা মা থাকায় আর পারলো না।বাসায় পৌঁছে ফ্রেশ হয়েই ত্রিশাদকে ফোন দিলো।ত্রিশাদ ফোন রিসিভ করে বলল
"তা ম্যাডামের ফেরা হলো?"
"হুম।"
"কখন ফিরলে?"
"একটু আগে।তুমি কেমন আছো?"
"আলহামদুলিল্লাহ ভালো কিন্তু তোমাকে মিস করেছি।"
তাহমিরাও ভি
ষণ মিস করেছে কিন্তু এটা মুখে বলল না।কথা ঘুরিয়ে বলল
"ওকে কালকেতো আসছি।সো নো মিসিং।"
"হাহাহা, ওকে।"
তারপর আরো পাঁচ মিনিট কথা বলে ফোন রেখে তাহমিরা ঘুমিয়ে পড়লো
সকালে উঠে যথারীতি ভার্সিটিতে চলে গেলো তাহমিরা। ভার্সিটির ক্লাসপ বসেই মনটা ধুকপুক করছে আর কয়েকঘন্টা পরই ত্রিশাদের সাথে দেখা হবে।এক্সাইটমেন্ট কাজ করছে তাহমিরার মাঝে।কোনরকমে ক্লাস শেষ করে ত্রিশাদদের বাড়িতে ছুটলো।ইশিতাকে পড়িয়ে ত্রিশাদের রুমে গিয়ে দেখে জানালার পাশে দাড়িয়ে আছে।তাহমিরা পাশাপাশি দাড়িয়ে বলল
"মন খারাপ? "
"না এমনি দাড়িয়ে আছি।কখন এলে?"
"এইতো দেড় ঘন্টা আগে ইশু কে পড়িয়ে তোমার ঘরে আসলাম।"
"ওহ!!মজা কেমন করলে?"
তাহমিরা মনে মনে বলল 'আর মজা!!মনটা তো তুমি নিয়ে বসে আছো?কিন্তু মুখে বলল
"ভালোই।"
তারপর আরো কিছুক্ষণ কথা বলে তাহমিরা বাসায় চলে আসে।কেনো যেনো আজকে মনে নৈসর্গিক ভালো লাগা কাজ করছে।মনটা আজ ঠান্ডা হয়ে গেছে প্রিয় মানুষের দেখা পেয়ে।চট করে তাহমিরার মাথায় এলো প্রেমপত্র লিখবে।আর এটা কালকে ত্রিশাদকে দিবে পরক্ষনেই ভাবলো ত্রিশাদতো দেখতে পায় না।তারপর আবার ভাবলো দেখতে পাক আর না পাক সে দিবেই।তাই লিখতে বসে গেলো।লিখছে আর মুচকি মুচকি হাসছে।লিখা শেষে চিঠিটা খামে ভরে রেখে ঘুমিয়ে পড়লো।
সকালে.....

No comments

Theme images by rami_ba. Powered by Blogger.