আবেগ প্রকাশ করে সিমপ্যাথি পাওয়া যায়,ভালোবাসা না.!
আবেগ প্রকাশ করে সিমপ্যাথি পাওয়া যায়,ভালোবাসা না.!
চোখের জ্বলে কখনো সম্পর্ক বেধে রাখা যায় না।
বরং সে সম্পর্ক আরো অবহেলায় জর্জরিত হয়ে যায়.!
তুমি কেঁদে কেঁদে তার মন নরম করতে চাইছো।
তুমি তোমার দূর্বল জায়গা গুলো তাকে সুন্দর ভাবে বুঝিয়ে দিচ্ছো,
আত্মসম্মান বোধটাকে গলা টিপে মেরে ফেলছো শুধু তার কারনে।
তুমি ভাবছো একদিন হয়তো,
সে তোমার এই বোকা বোকা অনুভুতি গুলো বুঝবে,
একদিন হয়তো সে আবার আগের মতো হয়ে যাবে,
তাইতো এত অপমানের পরও তুমি তাকেই ফিরে পেতে চাইছো.!
তোমার এই ভালোবাসা ময় ব্যাপারগুলো তার কাছে নিতান্তই সস্তা আবেগ,
তুমি যতোই না খেয়ে থাকো,
যতোই হাত কাটো,যতোই কেঁদে কেঁদে গাল লাল করে ফেলো,
তাতে তার কিছু আসে যায় না.!
বিশ্বাস করো সে কখনো তোমার এই অনুভুতিগুলো বুঝবে না,
চলে যাওয়া মানুষটা বেশিরভাগ সময়ই ফিরে আসে.!
তুমি হয়তো ভাবছো,
সে তোমার ভালোবাসার টানে ফিরে এসেছে.!
না, সে তোমার ভালোবাসার টানে ফিরে আসেনি.!
সে ফিরে এসেছে তোমাকে আগের থেকে আরো বেশি কষ্ট দিতে.!
হ্যাঁ, তোমার ভালোবাসাটা স্পেশাল.!
কিন্তু তুমি যাকে ভালোবাসো সেই মানুষটা তোমার চারপাশে ঘটে যাওয়া প্রতারনার গল্পের প্রতারকগুলোর মতোই একজন!
তুমি যতো দূর্বল হবে,
যতো স্যাক্রিফাইজ করবে সে ততো তোমাকে অবহেলা করবে.!
তার দেয়া প্রতিটা কষ্ট নিরবে মেনে নিয়ে
তুমি তার সিমপ্যাথি পাবে,ভালোবাসা না।
৫০ বার কল মেসেজ দিয়ে একবার রেসপন্স পেয়ে তুমি খুশিতে লাফাচ্ছো.!
মনে রেখো,এটা ভালোবাসা না,
এটা তোমার অনুভুতির বিনিময়ে পাওয়া ছোট্ট একটা সিমপ্যাথি।
একসময় বার বার চেষ্টা করেও তার সাথে কথা বলতে পারবে না.!
হঠাৎই হয়তো একদিন বিরক্ত হয়ে সে তোমার নম্বরটা ব্লকলিস্টে দিয়ে দেবে,
তুমি সেদিন চিৎকার করেও কাঁদতে পারবে না.!
দুমড়ে মুচড়ে ভিতরে ভিতরে শেষ হয়ে যাবে।
তাতেও তার কিছু আসবে যাবে না।
প্লিজ আমাকে ছেড়ে যেও না" এই হৃদয়বিদারক কথাটার মর্ম সে কখনোই বুঝবে না।
তাই তোমার এই অমূল্য ভালোবাসা,
অমূল্য চোখের জল,অমূল্য অনুভূতি গুলো সেখানেই প্রকাশ করো যেখানে তুমি গুরুত্ব পাও.!
যে মানুষটার জন্য তোমার আত্মসম্মান হারাতে হয়,সেই মানুষটা আর যাই হোক তোমাকে পাওয়ার আশা করে না।
ভূল মানুষকে সঙ্গ দিলে দিন শেষে ফলাফল শূন্য।
কারণ এটাই বাস্তবতা।
.দিনভোর তুমি এই মানুষটার জন্য অপেক্ষা করে যাবে।
তুমি তোমার সব আবেগ তার কাছে প্রকাশ করে দিবে।
তার বিনিময়ে চাইবে তার কাছ থেকে গুরুত্ব।
কিন্তু আসলে তুমি পাবে অবহেলা!তুমি এই মানুষটার জন্য সব করতে রাজি, নিজের জীবনও দিতে রাজি, আর আত্মসম্মান তো কবেই, ঢেলে দিয়ে ফেলেছে কেঁদে কেঁদে।
যখন কি না বুঝে ছিলে,তুমি এই মানুষটাকে ছাড়া অন্য কাউকে ভাবতে পারো না!!
.কই তারপর ও তো পেলে না গুরুত্ব!!
আসলে হচ্ছে কি তুমি তার প্রতি যতই অনুভূতি/আবেগ/ভালোবাসা ঢেলে দেও না কেনো।
সে দূরত্বে বাড়াবে মানে বাড়াবেই
শুধু একপাক্ষিক প্রচেষ্টা ,দিন শেষে যায় বৃথা !
কি হবে জীবনে এতো পারফেক্ট মানুষ খুঁজে.!
যদি সেখানে ভালোবাসাই না থাকে.!
অন্য কারো হাতে তোমার সুখকে আমানত হিসাবে
দিও না,
কারন সে হারিয়ে গেলে তোমার
সুখকে আর তুমি খুজে পাবে না…..!!!
এক চোখ কখনো আরেক চোখকে
দেখেনা
তবুও এক চোখের কিছু হলে
আরেক চোখে অশ্রু না ঝড়িয়ে পারে না।
সমুদ্রের ঢেউ বার বার ফিরে আসে
কিন্তু যাকে একবার হারিয়ে ফেলা যায় তাকে আর
ফিরে পাও্যাত যায় না ।
কিছু কথা কাউকে বলা যায়না, শুধু বুকের মধ্যে বয়ে বেড়াতে হয়
কাউকে বাধ্য করোনা
কথা বলার জন্য!
তুমি চুপ থাকো আর বুঝিয়ে দাও
তাদের ছাড়া তুমিও থাকতে পারো!!!!
জিবনে কাওকে আঘাত করার আগে
একটু ভেবে নিও নিজে আঘাত পেলে
কেমন লাগে, মনে রেখো কাওকে কাঁদিয়ে
বেশি দিন ভালো থাকা যায় না।
সব কিছু ভাঙলে শব্দ হয় কিন্তু, মন
ভাঙলে শব্দ হয়না। তাইতো যার মন
ভাঙে সেই একমাত্র বুঝে ব্যাথা কি?
ভালবাসা হলো এমন একটি মায়া
তুমি যত দুরে যাবে যাবে ততই কাছে টানবে
যত ভুলে যাবে ততই মনে পড়বে
আর যতটুকু হাসাবে তার থেকে বেশি কাঁদবে
পৃথিবীর সবচেয়ে দুর্বল স্থান হলো মন,
আর সবচেয়ে দুর্বল অস্ত্র ভালোবাসা।
পরিশেষে বলতে চাই যে যার
নিজের অবস্তান বুঝে ভালোবাসতে যাই,তাহলে ঠকে যাওয়ার ভয় টা কম থাকবে।
No comments